বরুণ ফুল

dpeditworkshop.blogspot.com, 

জলাভূমি কিংবা ডোবা-নালার পাশে অনেকটা অযত্ন-অবহেলায় বেড়ে ওঠা বরুণ গাছ তার নয়নাভিরাম ফুলের মাধ্যমে প্রতি বছর অস্তিত্বের জানান দেয়। গাছটি সারা বছর সবার দৃষ্টির অগোচরে থাকলেও গ্রীষ্মের শুরুতে যখন এর ডালপালা ফুলে ফুলে ছেয়ে যায় তখন কারোরই দৃষ্টি এড়ায় না। সাদা পাপড়ির মাঝে লালচে রঙের কেশরযুক্ত থোকা থোকা বরুণ ফুল বেশ দৃষ্টিনন্দন। মূলত বসন্তের শেষ দিকে ফুল ফুটতে দেখা যায়। বৈশাখ পর্যন্ত গাছে গাছে ফুলের সমারোহ থাকে। বরুণ ফুলের নজরকাড়া সৌন্দর্য প্রকৃতিকে সাজিয়ে তোলে বর্ণিল সাজে। এ ফুলের হালকা মিষ্টি গন্ধ মুগ্ধ করে সবাইকে। বরুণ ফুলে প্রচুর পরিমাণে মধু থাকায় মৌমাছিরা মধু সংগ্রহে ফুলের প্রতি আকৃষ্ট হয়। যান্ত্রিক শহরে যেখানে বরুণ গাছের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন সেখানে গ্রামাঞ্চলে বরুণ গাছের আধিক্য লক্ষ্য করা যায়। বহুবর্ষজীবী এ উদ্ভিদটি গ্রামে প্রধানত জ্বালানি কাঠ হিসেবেই বেশি ব্যবহৃত হয়। বরুণ গাছে গোলাকৃতির ফল হয়ে থাকে যা দেখতে অনেকটা ছোট কদবেলের মতো। তবে এ ফল খাওয়ার উপযোগী নয়। গাছ সাধারণত বীজ থেকে বংশবিস্তার করে, তবে এর কাণ্ড কিংবা ডাল কেটে অন্য জায়গায় লাগালেও গাছ জম্নে। দেশের কোনো কোনো অঞ্চলে বরুণ ফুল সবজি হিসেবে ভাজি করে খাওয়ার রেওয়াজ আছে।

বসতভিটার ঢালু জায়গায়, বাড়ির আনাচে-কানাচে বরুণ ফুল গাছ জম্নাতে দেখা যায়। আমাদের দেশে বরুণ গাছ সাধারণত বইন্যা গাছ নামেই বেশি পরিচিত। তবে অঞ্চলভেদে এ গাছকে বালাই লামক, অবিয়ুচ, বর্ণা ও বিদাসি নামেও ডাকা হয়। বরুণ একটি বনজ গাছ। এর বৈজ্ঞানিক নাম Crataeva religiose. জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণপূর্ব এশিয়ার স্থানীয় গাছ। এশিয়াকেই এর আদি নিবাস হিসেবে ধরা হয়। গাছের পাতা বেশ ঘন, সরল ও হালকা সবুজ বর্ণের। কাণ্ড ও ডালপালায় সাদাটে ছোপ ছোপ দাগ দেখা যায়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বরুণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛

Varuna trees, growing in a lot of neglect and neglect, near the wetlands or canoe-nalah, tell their existence every year through its beautiful flower. Although the tree is unseen all year round, even when its stems swollen in the beginning of summer, no one cares. In the white petals, reddish-brown bracelets are very beautiful. Basically, flowers are seen in late spring. There are flowers in the trees on the tree till Baishakh. The beautiful beauty of the Varun flower decorates the nature and decorates the color. Everyone is impressed by the sweet smell of flowers. Because of the abundance of honey in the Varuna Phule, the bees are attracted to flowers in honey. In the mechanical cities where the existence of the Varuna tree is difficult to find, the excess of the Varuna tree is observed in the rural areas. The perennial plant is mainly used as a fuel wood in the village. Varuna tree is a circular fruit which looks like a small cobbler. But this fruit is not suitable for eating. The tree usually transmits from the seed, but its trunk or pulse is cut in the other place, even if the tree is planted. In some parts of the country, Varuna flowers are used as vegetables for eating and cooking.


In the sloping of the habitat, Varuna flowers are seen in the floral gardens of the house. In our country, the Varuna tree is commonly known as Batanya tree. However, this tree was also called Pale Lamak, Abhiyuch, Baraa and Vidasi. Varuna is a forested tree. Its scientific name is Crataeva religiose. Local trees of Japan, Australia and Southeast Asia Asia is considered as its original home. The leaves are quite dense, plain and light green. Stains and stems in white strips are visible. Varuna has an important role in preserving the natural balance.
DP
DP

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments: