যে ৫ টি গাছ আপনার ঘরকে করবে দূষণমুক্ত

. জারবেরা ডেইজি

This brightly-colored flower tree will absorb trichloroethane from your house, which is bringing you home with dry clean clothes. The plant will also filter Benzin in the ink. In a medium sized tub, you can keep the tree in the laundry or bedroom. But first we have to see if the tree is properly lighted. The jarbara trees love to stay on the well-lit soil, so be aware that the containers contain several holes. Spraying the tree two or three times a week The tree should be kept at sunlight for at least 6 hours a day. If properly taken care, the jarbara flower tree can last up to two weeks.

উজ্জ্বল রঙের ফুলের এই গাছটি আপনার ঘর থেকে শুষে নেবে ট্রাইক্লোরোইথেন, যা ড্রাই ক্লিন করা কাপড়চোপড়ের মাধ্যমে আপনি ঘরে আনছেন। কালিতে থাকা বেনজিনকেও ফিল্টার করবে গাছটি। মাঝারি আকারের টবে গাছটি রাখতে পারেন লন্ড্রি বা বেডরুমে। কিন্তু আগে দেখে নিতে হবে, গাছটি ঠিকমতো আলো পায় কিনা। জারবেরা গাছ সুনিষ্কাশিত মাটিতে থাকতে ভালোবাসে,তাই অবশ্যই খেয়াল রাখবেন যেন পাত্রে কয়েকটি ছিদ্র থাকে। সপ্তাহে দু-তিনবার গাছে স্প্রে করতে হবে। গাছটিকে দিনে অন্তত ৬ ঘন্টা সরাসরি সূর্যালোকে রাখতে হবে। ঠিকমতো যত্ন নিলে জারবেরা ফুল গাছে দু’সপ্তাহ পর্যন্ত টিকতে পারে।
Jarbara flowers are available in various colors; Source: Home Guides
জারবেরা ফুল পাওয়া যায় নানা রঙে; Source: Home Guides


. অ্যালোভেরা বা ঘৃতকুমারী

Aloevoera is a crematorium tree. It is very easy to grow the tree. Formaldehyde and Benzene enter the house with cleaner and color. Alovers clean them. The best is if Aloevara can be kept next to an enlightened window. As well as clearing the air, Aloevara is also beneficial for cutting. Since 6,000 years ago, the people of Egypt have used this plant in various uses, they call it 'plant of immortality'. As skin complexity, wound hemorrhagic and laxative. Even today, the plant is used in many ways due to cutting, sunburn (sunburn), burns and other skin problems.

অ্যালোভেরা একটি রসালো পাতাযুক্ত আলোকদিকমুখী গাছ। গাছটি বড় করা বেশ সহজ। ঘর পরিষ্কারক ও রঙয়ের সাথে আমাদের ঘরে প্রবেশ করে ফরমালডিহাইড ও বেনজিন। অ্যালোভেরা এগুলোকে পরিষ্কার করে। সবথেকে ভালো হয় যদি অ্যালোভেরাকে কোনো আলোকিত জানালার পাশে রাখা যায়। বাতাস পরিষ্কার করার সাথে সাথে অ্যালোভেরা কিন্তু কাটাছেঁড়ার জন্যও উপকারী। ৬,০০০ বছর আগ থেকে মিশরের মানুষেরা এই উদ্ভিদকে নানা কাজে ব্যবহার করে এসেছে, তারা একে ‘অমরত্বের উদ্ভিদ’ বলত। ত্বকের বিভিন্ন জটিলতায়, ক্ষত সারাতে ও জোলাপ (কোষ্ঠ পরিষ্কারক) হিসেবে। আজও কাটাছেঁড়া, রোদে পোড়া (সানবার্ন), পোড়া ক্ষত ও ত্বকের অন্যান্য জটিলতায় উদ্ভিদটি নানাভাবে ব্যবহার করা হয়।

Aloe vera tree was called the immortality plant; Source: Healthyliving Nature
ঘৃতকুমারী গাছকে অমরত্বের উদ্ভিদ বলা হতো; Source: Healthyliving Nature

. স্পাইডার প্ল্যান্ট

Does not the light of keeping the tree in the house? There is no time to take care of the tree, all the trees in the tub are killed due to domestic violence? Do not worry, this tree is for you. Yellow in the middle of the green, the curtains are dark green, this tree blossomed in small white flowers. Formaldehyde, Gyaline, Carbon Monoxide and Benzene come to our homes with leather, printed and rubber products. The presence of this tree in the house will greatly reduce the harmful chemicals. It is very easy to increase the number of trees. From the cold to the room temperature, they adapt to all the conditions, stay in the dry ground, love. They produce the best 'bright' light, but you can keep them in the general city's house.

বাসায় গাছ রাখার মতো আলো আসে না? গাছের পরিচর্যা করার মতো সময় হাতে নেই, বাসার পোষা প্রাণীর দৌরাত্ম্যে টবের সব গাছ মরতে বসেছে? চিন্তা করার দরকার নেই, এই গাছটি আপনার জন্যই। মাঝখানে হলদে সবুজ, ধারগুলো গাঢ় সবুজ সুন্দর এই গাছটিতে ছোট ছোট সাদা ফুল ফোটে। চামড়া, ছাপা হওয়া ও রাবারের পণ্যের সাথে আমাদের ঘরে আসে ফরমালডিহাইড, জাইলিন, কার্বন মনোক্সাইড ও বেনজিন। ঘরে এই গাছটির উপস্থিতি অনেকাংশেই কমিয়ে দেবে এসব ক্ষতিকর রাসায়নিককে। এই গাছকে সংখ্যায় বৃদ্ধি করা খুবই সহজ। ঠান্ডা থেকে কক্ষ তাপমাত্রা সব অবস্থায়ই এরা চমৎকার মানিয়ে নেয়, ভালোবাসে শুকনো মাটিতে থাকতে। উজ্জ্বল আলোতেই এরা সবচে’ ভালো জন্মায়, কিন্তু আপনি এদের রাখতে পারেন সাধারণ শহরের ঘরেই।

Spectacular Spider Plant; Source:The Tree Centre
দৃষ্টিনন্দন স্পাইডার প্ল্যান্ট; Source:The Tree Centre

. স্নেক প্ল্যান্ট

For sharp leaves, their name is 'mother tongue'! Keep such a tree in the bathroom, they will grow beautiful in the dark and water-intensive environment, but make clear that your home's formaldehyde should be cleaned. You can keep these two tubes in the bedroom, in the comfort of convenience. With the addition of formaldehyde and carbon monoxide, the tree will give you another benefit. Usually the tree leaves the carbon dioxide in the night where it is an exception. As a result, the tree will give you a little extra oxygen.

ধারালো পাতার জন্যই বোধহয় এদের আরেক নাম ‘শাশুড়ির জিহ্বা’! এরকম একটি গাছকে টবে করে বাথরুমে রেখে দিন, অন্ধকার আর জলীয়বাষ্পপূর্ণ পরিবেশে এরা সুন্দর বেড়ে উঠবে, কিন্তু পরিষ্কার করবে আপনার ঘরের ফরমালডিহাইডকে। এরকম দুটো টবকে শোবার ঘরেও রেখে দিতে পারেন স্বাচ্ছন্দ্যে। ফরমালডিহাইড আর কার্বন মনোক্সাইড সরানোর সাথে সাথে আরো একটি উপকার আপনাকে দেবে গাছটি। সাধারণত গাছ যেখানে রাতে কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করে, এই গাছটি তার ব্যতিক্রম। ফলে যখন ঘুমাচ্ছেন, গাছটি আপনাকে একটুখানি অতিরিক্ত অক্সিজেন দেবে।
Many people have said fun for long sharp leaves, 'mother tongue'; Source: worldofsucculents.com
লম্বা ধারালো পাতার জন্য মজা করে অনেকে একে বলেন ‘শাশুড়ির জিহ্বা’; Source: worldofsucculents.com

. মানি প্ল্যান্ট

This tree is perhaps the most familiar in Bangladesh. You can plant trees in both the water or on the ground. It is easy to grow, and it is available everywhere. Just put the vessel in a container, make the tree grow green, and make your house look more beautiful. Although the tree loves bright light, there is no problem with it in the dark. It may also be green in darkness, its name is "Devil's Tree" (Devil's Ivy). If you apply it on the ground, you do not need to add extra water, but if you keep it in the water then change the water. Otherwise, it could ripen the roots.

গৃহসজ্জায় এই গাছটি বোধহয় বাংলাদেশে সবচেয়ে পরিচিত। পানিতে বা মাটিতে, দু’ভাবেই গাছটি লাগাতে পারেন। সহজে বেড়ে চলে, আর সহজলভ্য বলে এর কদর সবখানেই আছে। শুধু একটি পাত্রে লাগিয়ে পাত্রটি ঝুলিয়ে দিন, গাছটি সবুজ লতার ঝালর তৈরি করে আপনার ঘরের শোভা বাড়াবে। গাছটি উজ্জ্বল আলো ভালোবাসলেও, অন্ধকারে এর কোনো সমস্যা হয় না। অন্ধকারেও সবুজ থাকতে পারে বলে, এর আরেক নাম ‘শয়তানের বৃক্ষ’ (ডেভিলস আইভি)। যদি মাটিতেই লাগান, তবে অতিরিক্ত পানি দেয়ার প্রয়োজন নেই, পানিতে রাখলেও পানি পরিবর্তন করবেন। নাহলে শেকড়ে পচন ধরতে পারে।
The easiest way to organize the house is at the money plant; Source: Gardening in India
সবচে সহজে ঘর সাজাতে পারেন মানি প্ল্যান্টে; Source: Gardening in India

. জারবেরা ডেইজি This brightly-colored flower tree will absorb trichloroethane from your house, which is bringing you home with dry clean...