http://www.editworkshop.ga/ |
যষ্টিমধু
বৈজ্ঞানিক নামঃ Glycyrrhiza glabra
পরিবারঃ Fabaceae
বৈজ্ঞানিক নামঃ Glycyrrhiza glabra
পরিবারঃ Fabaceae
যষ্টিমধু বহুবর্ষজীবী গুন্মজাতীয় উদ্ভিদ। এর কান্ড বহু শাখাবিশিষ্ট, তিন-চার ফুট লম্বা, সরল ও নরম হয়ে থাকে। এর পতা দন্ডের উভয় দিকে সমান্তরালভাবে বিন্যস্ত এবং দন্ডের অগ্রভাগে একটি পাতা থাকে। এর পাতাগুলো ডিম্বাকৃতির, সবুজ ও মসৃণ। পুষ্পদন্ডের উভয় দিকে হালকা গোলাপি বর্ণের ফুল ফোটে। এর প্রতিটি ফলে দুই-পাঁচটি জীব থাকে। এর মূল বেশ মোটা, গোলাকার ও মিষ্টি স্বাদযুক্ত। যষ্টিমধুর প্রধান কার্যকর রাসায়নিক উপাদানটি হলো ট্রাইতারপিনয়েড স্যাপোনিন গ্লিসাইরিজিন (গ্লিসাইরিজিনিক অ্যাসিডের পটাশিয়াম ও ক্যালসিয়াম লবণের মিশ্রণ)। এছাড়াও এতে রয়েছে গ্লাবরানিন এ ও বি, গ্লিসাইরেটল, গ্ল্যাবরোলাইড, আইসোগ্ল্যারোলাইড নামে ট্রাইতারপিনয়েড স্যাপেনিন, ফরমোনোনেটিন, গ্ল্যাবরোন, নিওলিকুইরটিন, হিসপা-গ্ল্যারিডিন এ ও বি নামে আইসোফাবন, হারনিয়ারিন, আম্বিলিফেরন নাম কৌমারিন এবং আনোসেরিন, এমাইরিন, স্টিগমাস্টেরল নামক ট্রাইতারপিন স্টেরল ইত্যাদি।
ঔষদি গুণাবলির ব্যাখ্যাঃ যষ্টিমুধুতে আছে আলসার প্রতিরোধী ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত বিভিন্ন রাসায়নিক উপাদান। এটি এসপিরিন জাতীয় ওষুধের প্রভাবে সৃষ্ট আলসারসহ সব ধরণের আলসার প্রতিরোধ ও নিরাময়ে কার্যকর। যষ্টিমধু গ্যাষ্ট্রিক মিউকোসা থেকে মিউকাস রসসহ আলসার প্রতিরোধী অন্যান্য রসের নিঃসরণ বাড়ানোর মাধ্যমে আলসার প্রতিহত করে। শ্বাসনালির প্রসারণ ও কফ নিঃসরণে যষ্টিমধুতে বিদ্যমান গ্লিসাইরিজিন শ্বাসলানি প্রসারিত করে এবং ভিতরে জমে থাকা কফ নরম করে বের করে দেয়। এটি ফুসফুসের ব্রংকিয়াল বেশির সংকোচন প্রতিহত করে। তাই এটি কণ্ঠস্বরের কর্কশভাব দূর করে এবং যেসব ভাইরাস শ্বাষতন্ত্রের রোগ সৃষ্টি ও অতিরিক্ত শ্লেষ্মা তৈরি করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা যায়, এটি সার্স রোগ প্রতিরোধেও কার্যকর ভূমিকা পালন করে।
ঠান্ডা লেগে গলা বসে গেলে বা কাশি হলে সেই সময় যষ্টি মধু একটু চিবিয়ে খেলে ভাল উপকার পাওয়া যায়। যষ্টি মদুর গুড়া লেবুর রসের সাথে পান করলে সর্দি আরাম হয়।
শুকনো আমলকির ২/৩ টুকরো আর ১ গ্রাম যষ্টিমধু থেঁতো করে আধা কাপ গরম পানিতে ৫/৬ ঘন্টা ভিজিয়ে রেখে ২/৩ বার ছেঁকে নিয়ে তরলটুক দিয়ে চোখ ধুয়ে নিলে ঝাপসা দেখা রোগ কমে যায়। সাদা¯্রাব হলে এই গাছের শিকড় চিবিয়ে খেলে দূর্বলতা ভাল হয়। এটি হৃদরোগে বেশ কার্যকারী। গলা ব্যাথ্যা বা টনসিল হলে এর পাতা চিবিয়ে খেলে ভাল উপকার পাওয়া যায়।
শুকনো আমলকির ২/৩ টুকরো আর ১ গ্রাম যষ্টিমধু থেঁতো করে আধা কাপ গরম পানিতে ৫/৬ ঘন্টা ভিজিয়ে রেখে ২/৩ বার ছেঁকে নিয়ে তরলটুক দিয়ে চোখ ধুয়ে নিলে ঝাপসা দেখা রোগ কমে যায়। সাদা¯্রাব হলে এই গাছের শিকড় চিবিয়ে খেলে দূর্বলতা ভাল হয়। এটি হৃদরোগে বেশ কার্যকারী। গলা ব্যাথ্যা বা টনসিল হলে এর পাতা চিবিয়ে খেলে ভাল উপকার পাওয়া যায়।
Licorice
Scientific name: Glycyrrhiza glabra
Family: Fabaceae
Licorice Perennial Plant Its stems are many branches, three-four feet tall, simple and soft. Its stem is parallel to both the rays and has a leaf in the forearm. Its leaves are oval, green and smooth. Flowers of light pink color flowers on both sides of flowering. Each of these results in two or five organisms. Its roots are quite thick, round and sweet taste. The main effective chemical substance of astringent is Tratarpinoid saponin glacieris (a mixture of potassium and calcium salt of glyceric acid). It also contains globarine A and B, glysaratele, glaerolide, troparpineoid sapenin, ejogaroloid, pharmonantine, globoron, neoliquirin, isopa-gluridine A and B, as isophabon, harniarin, amphiliferan name caromarin and anoxerin, amirin, stigmastral tritrapin sterol etc.
Medicinal properties explained: Bacteriophage contains various anti-ulcer resistant and side-effects chemicals. It is effective in the prevention and treatment of all types of ulcerative ulcer, including ulcerative ulcer caused by aspirin. Rosemary resistes ulcer from the gastric mucosa by increasing the emulsion of other ulcer resistant mucous juices. Extends the respiratory tract and excretion of the cough, extends the glycyrezin inhalation in the drug addicts and sheds out the inhaled cuffs. It prevents the contraction of most bronchial lungs. So it eliminates the harshness of the voice and wars against those viruses that cause respiratory diseases and excessive mucus. A recent study reveals that it also plays an effective role in the prevention of SARS disease.
If you have a cold stomach or a cough, you can get good benefit by playing a little chest of rod honey. If the drink is mixed with lemon juice, the flux is relaxed.
Drying Amalakir 2/3 pieces and 1 gram of yogurt, then roasted half a cup of hot water for 5/6 hours, after scratched 2/3 times, and after drying the eyes, the blurred vision decreases. If the whitewash is rooted in the tree, then the weakness is good. This is very effective in heart disease. Throat pain or tumor is found in the chewing gum leaves good benefits.
No comments:
Post a Comment