গিলা গাছ

editworkshop.blogspot.com

গিলা গাছের ফল ও ফুল। এই বিলুপ্ত প্রজাতির গাছের দেখা পেলাম ময়মনসিংহ বাকৃবির বোটানিক্যাল গার্ডেনে। নুহাশ পল্লীতে বিশাল ঝাকড়া একটা গাছ দেখেছি কিন্তু এই পর্যন্ত ফুল বা ফল আসেনি তাতে।
তবে মজার কথা হলো এই গার্ডেনে আগেও দুবার গিয়েছি এবং এই গাছের কোলে বসে ছবিও তুলেছি কিন্তু বুঝতেই পারিনি এটা গিলা গাছ। আজ ফুল দেখে পাগল হয়ে ছবি তুলছিলাম অনেক দূরের এক গেট থেকে তখন সেখানকার মালি কাছে আসলে তার কাছেই জানতে চাইলাম কি ফুল? সে বললো গিলা ফুল। আমি বললাম ফল কি আছে? সে অনেক দূরে গাছের গোড়ার কাছে নিয়ে গেল। তার উপরে অন্য একটা গাছের মাথায় এই লতা থেকে অনেক ফল ঝুলছে। এপ্রিলের শেষের দিকে এই ফল বৃষ্টি হলেই নিজে নিজে ফেটে গিলাবীজ নিচে পড়বে।
আসলে গিলা গাছ হলো কাষ্ঠল লতা।

The fruit and flowers of the silk tree. These extinct species were found in the Botanical Gardens of Mymensingh. Nuhash Polli saw a huge tree in a tree, but till now flowers or fruits have not come.

But interestingly, I went to this garden twice before and took a picture in the lap of this tree, but I did not realize that it was a gilla tree. Today, seeing the flower crazy, taking a picture from a distance of a distance from the gate of Mali, I asked him what flowers? He said, "Gulma flower." I said what is the fruit? He took away the tree near the beginning of the tree. On top of another tree, there is a lot of fruit hanging on this tree. In the end of April, when the fruit rains, Gilaki will fall down himself.
Actually the gilla tree is the wood cloth.
DP
DP

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments: