যে ৫ টি গাছ আপনার ঘরকে করবে দূষণমুক্ত

৫. চন্দ্রমল্লিকা

Chandramallika will give beauty in different colors; Source: Gardening Know How
নানা রঙে সৌন্দর্য দেবে চন্দ্রমল্লিকা; Source: Gardening Know How
dpeditworkshop.blogspot.com
Chrysantrama flourished in the winter with bright colors. After decorating your house, filtering out the benzene contained in the house, which comes with glue, color, detergent and plastic. This tree loves bright light, its boil helps to direct the sun by direct light. So you can keep it on the window with the brightest light in the house. If you want to plant a tree in combination with the furnishings, then chrysantry is your first choice. There are almost all types of flower-grass varieties except blue, Chandramallikika. But, while buying a tree, keep an eye on the trees that do not buy plantations in the garden, its gardens and the households are different.
উজ্জ্বল বিভিন্ন রঙ নিয়ে শীতে জন্মায় চন্দ্রমল্লিকা। আপনার ঘরকে সুসজ্জিত করার সাথেই ঘরে জমে থাকা বেনজিন, যা আঠা, রঙ, ডিটারজেন্ট ও প্লাস্টিকের সাথে আসে, তাকে ফিল্টার করে। এই গাছ উজ্জ্বল আলো ভালোবাসে, এর কুঁড়িকে ফুটতে সাহায্য করে সূর্যের সরাসরি আলো। তাই একে রাখতে পারেন ঘরের সবচেয়ে উজ্জ্বল আলো দেওয়া জানালাটির কাছে। আপনি যদি গৃহসজ্জার সাথে মিলিয়ে গাছ লাগাতে চান, তবে চন্দ্রমল্লিকা হতে পারে আপনার প্রথম পছন্দ। নীল বাদে প্রায় সব রঙের ফুলগাছের জাত আছে চন্দ্রমল্লিকার। কিন্তু গাছ কেনার সময় লক্ষ্য রাখবেন যেন বাগানে লাগানোর গাছ না কিনে ফেলেন, এর বাগান আর ঘরের জাত আলাদা।

৪. লাল ধারের ড্রাসিনিয়া

The red-sharp Drasinya will clean the air;Source: Devon Richards
লাল ধারের ড্রাসিনিয়া বাতাসকে করবে পরিষ্কার; Source: Devon Richards
dpeditworkshop.blogspot.com
This red-colored Drasiniya will give you color diversity. They can be identified in many species of detergent, like fitta leaves, and for red currents. Gradually, they can touch your ceiling by about 15 feet in length. So they should be kept in a high ceiling medium light house. They are the most capable of removing gelin, trichloroethane and formaldehyde that come with varnish and gasoline in the house.
লাল ধার বিশিষ্ট এই ড্রাসিনিয়া আপনাকে দেবে রঙের বৈচিত্র্য। অনেক জাতের ড্রাসিনিয়ার ভেতর এদেরকে চিহ্নিত করা যায় ফিতার মতো পাতা, আর লাল ধারগুলোর জন্য। ধীরে ধীরে বাড়লেও এরা প্রায় ১৫ ফুট লম্বা হয়ে আপনার সিলিং ছুঁতে পারে। তাই এদেরকে উঁচু ছাদবিশিষ্ট মধ্যম আলোর ঘরে রাখা উচিত। এরা ঘরের বার্নিশ ও গ্যাসোলিনের সাথে আসা জাইলিন, ট্রাইক্লোরোইথেন ও ফরমালডিহাইড দূরীকরণে সবচে’ বেশি পারদর্শী।

৩. উইপিং ফিগ

A little care will be a long time friend of the tree; Source:eBay
অল্প একটু যত্নেই গাছটি হবে বহুদিনের বন্ধু; Source:eBay
dpeditworkshop.blogspot.com
To save this tree, you have to take a little care, but once you survive, the tree will live for many years. The tree helps in eliminating trichloroethane, benzene and formaldehyde in the house furniture and carpet. If the amount of temperature or light changes frequently, the life of the tree is alarming.
এই গাছ বাঁচাতে একটু যত্ন করতে হয়, তবে একবার টিকে গেলে গাছটি বহু বছর বাঁচে। ঘরের আসবাব ও কার্পেটে থাকা ট্রাইক্লোরোইথেন, বেনজিন ও ফরমালডিহাইড দূরীকরণে সাহায্য করে গাছটি। বারবার তাপমাত্রা বা আলোর পরিমাণ পরিবর্তিত হলে গাছটির জীবন আশঙ্কায় পড়ে।

২. পিস লিলি

White-green Piece Lily will give you tranquility; Source: Gardening Know How
সাদা-সবুজের পিস লিলি আপনাকে দেবে প্রশান্তি; Source: Gardening Know How
dpeditworkshop.blogspot.com
Generally they are more known in our country as Lily. The white flower contrast with the yellow leaf is composed of your mind. It can be easily saved to the tree. In general, they are 12-16 cm in length. Although usually flowering at the beginning of the summer, even after year round, they can be seen to give flowers. NASA's research has called them 'wind-cleaning' plants. They absorb formaldehyde, benzene and carbon monoxide from the surrounding air. The plant is not good for children and pets. Often the cause of death of the plant causes extra water. The tree loves to stay in bright light during the day and some days of moderate water.
সাধারণত এরা লিলি নামেই আমাদের দেশে বেশি পরিচিত। কালচে সবুজ পাতার সাথে সাদা ফুলের কনট্রাস্ট আপনার মন কাড়তে বাধ্য। অনেক সহজেই বাঁচিয়ে রাখা যায় গাছটিকে। সাধারণ অবস্থায় এরা ১২-১৬ সেন্টিমিটার লম্বা হয়। গরমকালের শুরুতেই সাধারণত ফুল দিলেও সারাবছর ধরেও ফুল দিতে দেখা যায় এদেরকে। নাসা গবেষণায় এদেরকে ‘বাতাস পরিষ্কারক’ উদ্ভিদ বলে চিহ্নিত করেছে। এরা আশেপাশের বাতাস থেকে ফরমালডিহাইড, বেনজিন ও কার্বন মনোক্সাইড শোষণ করে। উদ্ভিদটি শিশু ও পোষা প্রাণীর নাগালে না রাখাই ভাল। বেশিরভাগ সময়ে উদ্ভিদটির মৃত্যুর কারণ হয় অতিরিক্ত পানি দেয়া। পরিমিত পানি ও দিনের কিছুটা সময় উজ্জ্বল আলোতে থাকতে ভালোবাসে গাছটি।

১. ইংলিশ আইভি

Ignorant English can be broken;Source:Idea Digezt
ছেঁটে রাখতে পারেন অবাধ্য ইংলিশ আইভিকে; Source:Idea Digezt
dpeditworkshop.blogspot.com
The tree is used in the western countries to decorate the house on Christmas day. Many do not want to keep them in the house because they grow too fast and spread the other trees. English ivy kept in small utensils will not grow too much in your home. It can also be controlled by truncation. As a bonus, they will provide you with clean air to absorb the formaldehyde that comes with the home cleaner.গাছটি পশ্চিমের দেশগুলোতে ক্রিসমাসের দিন ঘর সাজাতে ব্যবহার হয়। অনেক দ্রুত বেড়ে গিয়ে অন্য গাছপালাকেও লতায় ছেয়ে ফেলে বলে অনেকেই একে ঘরে রাখতে চান না। ছোট পাত্রে রাখা ইংলিশ আইভি আপনার ঘরে খুব বেশি বাড়তে পারবে না। ছেঁটে রাখার মাধ্যমেও একে নিয়ন্ত্রণ করা যেতে পারে। বোনাস হিসেবে এরা ঘরের ক্লিনারের সাথে আসা ফরমালডিহাইডকে শুষে নিয়ে আপনাকে দেবে বিশুদ্ধ বাতাস।
DP
DP

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments: