উদ্ভিদ কি?





Plant

English: plant
A class of living organisms is common. A group of biological organisms, most of which can create carbohydrate food through photosynthesis and they can not move. Plantae is included in the classification of plants in the state of Plantae.

The plant can be divided from different directions or made. However, two categories are given top priority in the classification of plants.
1. Classification of biological nature of plants: This division is considered to be the physical structure of the plants, growth, growth of biodiversity, life cycle etc.
2. Practical classification of plants: These are divided according to the nature of human use.

The stimulant generating plant
Wood plant
Food grains
Homogeneous plant pulse producer plant
Oil-producing plant
Liquor generating plant
Floral plant foliage plant
Herbal plant
Spice planting plant
Vegetables
Classification of plants and its brief history
Since ancient times scientists have tried to classify the plants by observation. Various changes have occurred in classifications at different times. Below is the sequence of chronological evolution. The father of botany is called the Greek scientist Theophrastus (370-285 BC). He observed 480 plants in his book, De HistoriaPlantarum, and divided the plant into four parts.

 Artificial grading of Theophrastus
Theophrastus was a student of Philosophical Aristotle. According to some, he started observing a plant and plant in Esther established in Aristotle. Here he is the first to observe the plants from the scientific perspective. He wrote some books on this observation. Within the De HistoriaPlantarum, Enquery in Plants, The reason of Plants is two specially known books. He newly identified about 480 species of plants and classified them by analyzing the nature of these plants. That is why he is called the father of plant science. Depending on the nature of the plant's plant in the thiophrastus, the plant is divided into four parts. These are:

1. Herb: Their stomach is soft and small in size. Almost all species of this type of plant have died once. For example, rice (Oryza sativa), wheat (Triticum astivim) etc. According to Ayubakal's judgment, Biroot was divided into three categories. This is the three-

 1.1 Annual plant: The life of this plant is one year old. They are born in a specific season. And at the time the plants die from fruits. For example, rice (Oryza sativa), wheat (Triticum astivim) etc.
1.2. Biennual plants: These plants generally live for two years. In the first year, their physical growth can be seen, in the second year they are flowers, fruits and die. They are found in the temperate country. Such as radish, cauliflower

1.3. Perennual plants: Their life span is more than two years old. For example: drought grass, ginger, turmeric etc.

 2. Undershrub: A small-size woody plant is called shrub-shaped shrubbery than a shrub. For example, Kalakasunda, Fsh Shere
3. Bush (Srub): They are divided into branches, perennials, branch branches. Such as papaya lemon, Gandharaj etc.

4. Tree: A clear single-flowered tree is called a tree. For example, mango, jackfruit, mahogany etc.

After the death of theologian Theophrastus, no one has researched for a long time. So this era is called the Dark Age. After the invention of the printing press in Germany, some scientists published some books along with pictures and descriptions of medicinal plants. Among them, Auto Brunfels (1464-1553), Leonard Fuks (1501-1566), Otner (1530-1558) are notable.

Scientist Auto Brunfels divides the entire plantovy into two parts. These are: 1. Flowering plants 2. Flowering plants.

Shortly after this, Italian scientist Ade Scylpino published a book called De Planties in 1583. Here he classifies approximately 1500 plants according to the rule of thophrastus classification. A doctor called JA Bauhin (1541-1631) published his Historia plantarum Universalis. It was published in three volumes after his death in 1650. Swiss scientist Gaspar Bauhin (1560) wrote a book called Pinax Theatri Botanici. In the case of gas, Sisalpino's brother was in the house. The first bipad nomenclature has been seen in this book.

French scientist Joseph Pitton de Tournest (1656-1708), published in 1700 a book called Institutiones Rei Herbariae. In this book, he discusses about 9000 thousand species of plants of 700 species. He gave names such as Acer, Betula, Persicaria, Polygonum, Fagus, Lathyrus, Salix, Verbena, Populus etc. So he is called the pioneer of modern concepts of masses. British scientist John Ray presented the method of classifying plants in his Historia Plantarum book. He was the first to show the difference of seed. He named monocotyledones and dicotyledons to monocotyledons.

Then the scientist Carolus Linnaeus (1707-1778), wrote in 1753 a book called Species Plantarum. Note that he was a professor at the University of Salsala Sweden. Throughout his research, the science of the science of plant science began. His book, Species Plantarum, introduces new possibilities in the field of botany. In his book, he published the two-pronged naming process. In this book, there are about 7300 species of plants and classifications. For this, he was called the father of the classification of plants. In his book, he emphasized on the characteristics of children and females in the classification of plants. For this reason, his classification is called Sex System of Plant Classification. For his contribution to the classification of plants, the eighteenth century is called Linnaeus era.

After Linnaeus, French scientist Michael Adnan (1727-1806) researched the natural classification. Along with the modern class and clan, he has contributed to taxis.

Bentham Hooker made classifications

George Bentham (1800-1884) and Joseph Dalton Hooker (1817-1911), together, studied about 40 years in the Q-garden in the suburbs of London. In 1862-1883, in the book "Genera Plantarum", the classification of ADP candles by refining the system shows the natural classification of plants. The book is published in three volumes. Bentham-Hooker classification is called the natural classification.
Bentham and Hooker divide the entire vegetation into two areas. These two are-

 1. Cryptogamia (Spencer Plant): Not all plants are flowering. They do proliferation through the rainbow. They were divided into three groups. These divisions are: Thallophyta, M. Bryophyta, Pteridophyta.


1.1. Thallophyta plant: These plants are seen in damp places. They live in aquatic, semi-arid climate. The fetus is not formed. There is no transport cell in the body. Their body can not be divided into roots, tubes, leaves. Their reproductive organs are sexual and sexual. The number of clan species is about 1,10,000. Depending on the presence of chlorophyll, they can be divided into two groups. Such as: 1. Algae

 1.1.1. Seaweed: Seaweed has chlorophyll and it is green. So they can make their own food, ie, own food itself. Their sunlight presence is necessary. Their stored food is made of starch and cellular cellulose. For example: Spirogira
1.1.2. Fungus: Fungus is not green. Their body is missing chlorophyll. They live as parasites and parasites. They do not need sunlight. Their stored food is glycogen. Cells are made of quinine. For example: penicillium.


 1.2. Bryophyta plant: The body of this plant can be divided into stems and leaves. Instead of the root, the rhombus produced by the unicellular Rome is available. There is no transmigration in the body, multicolored genitals, embryos are produced. The body is covered by barbarous cells. Their number of species is approximately 23000. For example: Riccia fluitans.

1.3. Pteridophyta plant: The body of this plant is divided into roots, stems, leaves. They produce multicellular embryos, the genitals are covered in benign cells. In the biography, people will see and have transportation. The number of species is about 10,000 For example: Pteris vittata


 2. Phanerogamia (flowering) Plant: Flowering plants are flowers. They reproduce through seeds. They were again divided into two parts. Such as: 1. Nude beans and 2

 2.1. Naked Vegetation: They are not flowers, but they produce seeds. They do not result, because there is no pregnancy. The seeds are naked. They are primitive plants. Their number is approximately 700. Such as: Sycosis plant.
2.2 Overnight plant: They are flowers, fruits and seeds. Seeds are in the fruit. Based on the seed sheet, they can be divided into two categories. Such as: Duchess and Bibijapatri


 2.2.1. Monogamy Plant: One seed seed is one of the seeds of fruit seed. Their main cluster. Page parallel vein. The flower trimmers and trunk transport system is not free of camiri. Their number is 18,516. For example: rice, wheat, sugarcane, banana, coconut etc.

2.2.2 Biswajitri plant: The seeds of this tree are two. They have main set of principles. The leaf is found on the veins, the flower tetra or the Pentameras. The cambium-shaped arrangement of the transit circle The number of these species is 78,215. For example: mango, jackfruit, litchi
On the basis of flowers, there are three types of bipolar plant. Such as: polypecetal, gamopetale, monocommedy.



2.2.1. Polypateal: They have swollen swelling and they are separated from each other. For example: Kishnachura, Rai mustard.
2.2.2 Gamapetali: They have floral scales and they are associated with blossoms and they are related. For example: Dhutura.

2.2.3. Monocamiedi: They do not have any rivalry. For example: jackfruit, zaw.

On the other hand, another French scientist Anthony Laurent de Jussiei published a book called Genera Plantarum in 1889. In his book, the classification of plants based on the rugs and spellbinds. In the same fashion, scientist Robert Brown shows classification of flowers in nature in his Prodromus Florae Novac Hollanddiein book. He is the first flowering plant to separate nude seedlings from plants.

Genevay-born scientist Augustine Piremus de Candle (1778-1841) studied botany. In 1831 he published his first book Theorie elementaire la botanique. One of his most important books is Prodomus Systematis Neturais RegniVegetabilis. He himself published the first seven volumes of this book. Then the next 10 pieces were published and edited by his son Alfonso de Candle and some experts. In this, he describes the production of all known seeds. Similarly, scientist George Bentham and J. D. Hooker published a book called "Genera Plantarum" in three volumes. In that book, they presented a wide ranging classification. This was the last ancient natural classification.
After the publication of the theory of Charles Darwin, a series of changes were achieved. Reflecting this thought, the classical classification was introduced by German scientist Augustus Ulhaf (1839-1887). After this, German scientist Adolf Engler and Carl A of the modern classical classification E. Prantal expresses his book in a total of 20 volumes and generously responds. It shows the classification of almost all plants from the bacteria to the underprivileged plants. In the same way, in 1915, the first American scientist C. E. Basi publishes the classification that is published under the title The Phylogenetic Taxonomy of Flowering plants. In this, he was shown the origins and their diversified evolution in different types of plants. Scientists John Hutchinson, Russian scientist Arman Takatajan and American scientist Arthur Crankiewicz later researched the modern form.

Types of classifications
There have been many changes in the classification of plants in time. All these categories are divided into three categories. These are:

1. Artificial Sorting Method: The classification of plants based on one or few specific features is called artificial classification. The classifications created by Linnaeus and Theophrastus are artificial classifications. In this type of class, many near-quality plants go to the other side.

2. Natural classification methods: The classification that is based on plant morphological characteristics is called natural classification. This type of classification is based on the flora of the plants, the embryo's intestine, the embryo, etc. There may not be evolution or originative relations between plants in this type of class. Classes such as Lambert, Adansoon, D. Conndal, Bentham Hooker, etc. include natural classification.

3. Nationwide classification: In this classification, the issue of origin and evolution of plants is given more importance. Although this classification is more logical, it is not always suitable. Hutchinson, Besi, Taakhatan, Cranquist, etc., the ethnic classification system. Every nation classification is natural, but not every natural class is nationalist.
⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛
উদ্ভিদ
ইংরেজি :  plantজীবজগতের একটি শ্রেণির সাধারণ। জীবজগতের এমন একটি গোষ্ঠী যাদের অধিকাংশই সালোকসংশ্লেষণের মাধ্যমে শর্করা-জাতীয় খাদ্য তৈরি করতে পারে এবং এরা চলাচল করতে পারে না। জীবজগতের শ্রেণিবিভাজনে উদ্ভিদকে Plantae রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়।
উদ্ভিদকে নানা দিক থেকে বিভাজিত করা যায় বা করা হয়ে থাকে। তবে উদ্ভিদের শ্রেণিবিভাজনে দুটি বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়।
১. উদ্ভিদের জৈবিক প্রকৃতির শ্রেণি বিভাজন : এই বিভাজনে উদ্ভিদের দৈহিক গঠন, বিকাশ, বংশ বৃদ্ধি, জীবনচক্র ইত্যাদি বিবেচনা করা হয়।
২. উদ্ভিদের ব্যবহারিক শ্রেণিবিভাজন : মানুষের ব্যবহারের প্রকৃতি অনুসারে এই বিভাজন করা হয়।
উদ্দীপনা উৎপাদক উদ্ভিদ
কাষ্ঠ উদ্ভিদ
খাদ্য শস্য
গৃহাবরণ উদ্ভিদ
ডাল উৎপাদনকারী উদ্ভিদ
তৈল উৎপাদনকারী উদ্ভিদ
নেশা উৎপাদক উদ্ভিদ
পুষ্পদ উদ্ভিদ
ফলদ উদ্ভিদ
ভেষজ উদ্ভিদ
মসলা উৎপাদনকারী উদ্ভিদ
শাক-সবজি

উদ্ভিদের শ্রেণিবিভাজন ও তার সংক্ষিপ্ত ইতিহাস প্রাচীনকাল থেকে বিজ্ঞানীরা পর্যবেক্ষণের দ্বারা উদ্ভিদের শ্রেণিবিভাজন করার চেষ্টা করেছেন। বিভিন্ন সময়ে শ্রেণিবিভাজনে নানাবিধ পরিবর্তন ঘটেছে। নিচে এর কালানুক্রমিক বিবর্তনের ধারা তুলে ধরা হলো। উদ্ভিদবিজ্ঞানের জনক বলা হয় গ্রিক বিজ্ঞানী থিয়োফ্রাস্টাস (খ্রিষ্টপূর্ব ৩৭০-২৮৫ অব্দ)-কে। তিনি তাঁর De HistoriaPlantarum নামক গ্রন্থে মোট ৪৮০টি উদ্ভিদ পর্যবেক্ষণ করেউদ্ভিদজগৎকে মোট চারটি ভাগে ভাগ করেছিলেন।
থিয়োফ্রাস্টাস এর কৃত্রিম শ্রেণীবিন্যাসথিয়োফ্রাস্টাস ছিলেন দার্শনিক এ্যারিস্টটলের ছাত্র। কোনো মতে  তিনি এথেন্সে প্রতিষ্ঠিত এ্যারিস্টটলের প্রতিষ্ঠিত একটি উদ্ভিদ-উদ্যানে পর্যবেক্ষণ শুরু করেন। এখানেই তিনি সর্বপ্রথম বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গাছপালা পর্যবেক্ষণ করেন। এই পর্যবেক্ষণের সূত্রে তিনি কিছু বই রচনা করেন। এর ভিতর De HistoriaPlantarumEnquery into PlantsThe cause of Plants বই দুটি বিশেষভাবে খ্যাত। তিনি প্রায় ৪৮০ প্রকার উদ্ভিদ নতুনভাবে শনাক্ত করেন এবং এসব উদ্ভিদের প্রকৃতির বিশ্লেষণ করে এদের শ্রেণিবিন্যাস করেন। এ কারণেই তাকে উদ্ভিদবিজ্ঞানের জনক বলা হয়। থিয়োফ্রাস্টাস উদ্ভিদের কাণ্ডেরপ্রকৃতির উপর নির্ভর করে উদ্ভিদকে চার ভাগে ভাগ করেন। এগুলো হলো১. বীরুৎ (Herb: এদের কাণ্ড নরম এবং আকারে ছোটো। এই জাতীয় উদ্ভিদের প্রায় সকল প্রজাতিই একবার ফল দিয়ে মারা যায়। যেমন  ধান (Oryza sativa ), গম (Triticum astivim) ইত্যাদি। আয়ুষ্কালের বিচারে অনুসারে বীরুৎকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগ তিনটি হলো
১. বর্ষজীবী (Annualউদ্ভিদ: এই জাতীয় উদ্ভিদের আয়ুষ্কাল এক বছর। এরা নির্দিষ্ট কোন ঋতুতে জন্মে। এবং নির্দিষ্ট সময়ে ফল দিয়ে গাছগুলো মারা যায়। যেমন  ধান (Oryza sativa ), গম (Triticum astivim) ইত্যাদি।
১.২. দ্বিবর্ষজীবী (Biennualউদ্ভিদ: এসব উদ্ভিদ সাধারণত দু'বছর বেঁচে থাকে। প্রথম বছর এদের দৈহিক বৃদ্ধি ঘটতে দেখা যায়, দ্বিতীয় বছরে এরা ফুল, ফল ধারণ করে এবং মৃত্যুবরণ করে। শীতপ্রধান দেশে এদের পাওয়া যায়। যেমন- মূলা, ফুলকপি।
১.৩.বহুবর্ষজীবী (Perennualউদ্ভিদ: এদের আয়ুষ্কাল দুই বছরেরও বেশি হয়ে থাকে। যেমন : দুর্বা ঘাস, আদা, হলুদ ইত্যাদি।
২. উপগুল্ম (Undershrub) : গুল্মের চেয়ে ছোট আকৃতির কাষ্ঠল উদ্ভিদকে গুল্ম বলে। যেমন কালকাসুন্দা, আঁশ শেওড়া।
. গুল্ম (Srub) : এরা কাষ্ঠল, বহুবর্ষজীবী, শাখা প্রশাখায় বিভক্ত। যেমন  কাগজি লেবু, গন্ধরাজ ইত্যাদি
. বৃক্ষ (Tree) : সুস্পষ্ট একক কাণ্ডবিশিষ্ট উদ্ভিদকে বৃক্ষ বলা হয়। যেমন  আমকাঁঠালমেহগনি  ইত্যাদি
বিজ্ঞানী থিয়োফ্রাস্টাস মৃত্যুর পর সুদীর্ঘকাল কেউ এ বিষয়ে গবেষণা করে নি। তাই এই যুগকে বলা হয়ে থাকে অন্ধকার যুগ। জার্মানিতে ছাপাখানা আবিষ্কারের পর কয়েকজন বিজ্ঞানী ঔষধি উদ্ভিদের ছবি ও বর্ণনাসহ কিছু বই প্রকাশ করেন। এদের মধ্যে অটো ব্রুনফেলস (১৪৬৪-১৫৫৩), লিউনার্দ ফুকস (১৫০১-১৫৬৬)  (১৫৩০-১৫৫৮)  উল্লেখযোগ্য।
বিজ্ঞানী অটো ব্রুনফেলস সমগ্র উদ্ভিদজগতকে দুইটি ভাগে বিভক্ত করে। এগুলো হ ১.অপুষ্পক উদ্ভিদ ২.সপুষ্পক উদ্ভিদ।
এর কিছুকাল পরে ইতালী বিজ্ঞানী আদ্রে সিসালপিনো ১৫৮৩ খ্রিষ্টাব্দে De Planties নামক একটি বই প্রকাশ করেন। এখানে তিনি থিয়োফ্রাস্টাস শ্রেণিবিন্যাসের নিয়মানুসারে প্রায় ১৫০০ উদ্ভিদের শ্রেণিবিন্যাস করেন। জ্যা বাউহিন (১৫৪১-১৬৩১) নামক একজন ডাক্তার তার Historia plantarum Universalisবইটি প্রকাশ করেন। এটিকে ১৬৫০ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যুর পর তিন খণ্ডে প্রকাশিত হয়। সুইস বিজ্ঞানী গ্যাসপার বাউহিন (১৫৬০) Pinax Theatri Botanici নামক বই লেখেন। গ্যাসপার সম্পর্কে আদ্রে সিসালপিনোর ভাই ছিলেন। এই বইতেই প্রথম দ্বিপদ নামকরণের ব্যবহার দেখা যায়।
ফরাসী বিজ্ঞানী যোসেফ পিটন ডি টুর্নেফোর্ট (১৬৫৬-১৭০৮), ১৭০০ খ্রিষ্টাব্দে Institutiones Rei Herbariae নামক একটি পুস্তক প্রকাশ করেন। এই গ্রন্থে তিনি উদ্ভিদের ৭০০টি গণের ০০০ হাজার প্রজাতি নিয়ে আলোচনা করেন।  Acer, BetulaPersicariaPolygonum,FagusLathyrus, Salix, Verbena, Populus ইত্যাদি নাম তিনিই প্রদান করেন। তাই তাকে গণসমূহের আধুনিক ধারণার পথিকৃৎ বলা হয়। বৃটিশ বিজ্ঞানী জন রে তার Historia Plantarum বইতে উদ্ভিদের শ্রেণিবিন্যাসের পদ্ধতি তুলে ধরেন। তিনিই সর্বপ্রথম বীজপত্রের পার্থক্য দেখান। তিনি একবীজপত্রীকে Monocotyledones ‌এবং দ্বিবীজপত্রীকে Dicotyledones নাম দেন।
পর বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস (১৭০৭-১৭৭৮), ১৭৫৩ খ্রিষ্টাব্দে Species Plantarum নামক একটি বই লেখেন। উল্লেখ্য তিনি তখন সুইডেন উপসালা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন। তাঁর গবেষণার মাধ্যমেই উদ্ভিদ বিজ্ঞানের নবযুগের সূচনা হয়। তাঁর রচিত Species Plantarum বইটি উদ্ভিদবিজ্ঞানে এরব নতুন সম্ভাবনার সূত্রপাত ঘটায়। তিনি তাঁর এই বইটিতে দ্বিপদ নামকরণ পদ্ধতিটি প্রকাশিত কারেন। এ বইতে প্রায় ৭৩০০ উদ্ভিদের ব্রণনা ও শ্রেণিবিন্যাস দেয়া আছে। তাঁর এই কাজের জন্য তাকে উদ্ভিদের শ্রেণিবিভাজনের জনক বলা হয়। তিনি তাঁর বইতে উদ্ভিদের শ্রেণিবিন্যাসে পুংস্তবক ও স্ত্রীস্তবকের বৈশিষ্টের উপর গুরুত্ব দেন। এ কারণে তার শ্রেণিবিন্যাসকে Sexual System of Plant Classification বলা হয়। উদ্ভিদের শ্রেণিবিন্যাসে তার এই অবদানের জন্য অষ্টাদশ শতাব্দীকে লিনিয়াসের যুগ বলা হয়।
লিনিয়াসের পর ফরাসী বিজ্ঞানী মাইকেল অ্যাডানসন (১৭২৭-১৮০৬) প্রাকৃতিক শ্রেণিবিন্যাস নিয়ে গবেষণা করেন। আধুনিক বর্গ ও গোত্রের সাথে সাথে ট্যাক্সার সৃষ্টিতেও তার অবদান আছে।
বেন্থাম হুকার প্রণীত শ্রেণীবিন্যাস
জর্জ বেন্থাম (১৮০০-১৮৮৪) ও যোসেফ ড্যালটন হুকার
 (১৮১৭-১৯১১) একত্রে প্রায় ৪০ বছর লন্ডন শহরের উপকণ্ঠে অবস্থিত কিউ উদ্যানে গবেষণা করেন। তাঁরা ১৮৬২-১৮৮৩ সালে Genera Plantarum নামক বইতে এ.ডি.পি ক্যান্ডল-এর শ্রেণিবিন্যাস পদ্ধতি পরিমার্জন করে উদ্ভিদের প্রাকৃতিক শ্রেণিবিন্যাস দেখান। বইটি তিনটি খণ্ডে প্রকাশিত হয়। বেন্থাম-হুকারকৃত শ্রেণিবিন্যাসকে প্রাকৃতিক িি  িি  
বেন্থাম ও হুকার সমগ্র উদ্ভিদজগৎকে দুটি উপজগতে ভাগ করেছেন। এ  ি 
Cryptogamia (অপুষ্পক উদ্ভিদ) ে সকল উদ্ভিদের ফুল হয় না। এরা রেণুর মাধ্যমে বংশবিস্তার করে থাকে। এদের আবার তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এই ভাগগুলো হলোসমাঙ্গবর্গ (Thallophyta)মসবর্গ (Bryophyta)ফার্ণবর্গ (Pteridophyta)
 

১.১. সমাঙ্গবর্গ (Thallophyta) উদ্ভিদ:   স্যাঁতস্যাঁতে স্থানে দেখা যায়। এরা জলজ, অর্ধজলজ পরিবেশে বসবাস করে। এদের ভ্রূণ সৃষ্টি হয় না। দেহে কোন পরিবহণ কোষ নেই। এদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না। এদের অঙ্গজ, যৌন ও অযৌন প্রজনন হয়। সমাঙ্গবর্গের প্রজাতি সংখ্যা প্রায় ১,১০,০০০। ক্লোরোফিলের উপস্থিতির উপর ভিত্তি করে এদের দুই ভাগে ভাগ করা যায়। যথা: ১. শৈবাল ও ২.ছত্রাক
 
১.১.১. শৈবাল : শৈবালে ক্লোরোফিল থাকে এবং এরা সবুজ। তাই এরা স্বভোজী, অর্থাৎ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। এদের সূর্যালোকের উপস্থিতির প্রয়োজন পড়ে। এদের সঞ্চিত খাদ্য শ্বেতসার ও কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত। যেমন :  স্পাইরোগাইরা।
১.১.২. ছত্রাক : ছত্রাক সবুজ নয় এদের দেহে ক্লোরোফিল অনুপস্থিত। এরা পরভোজী ও পরজীবী হয়ে জীবন ধারণ করে। এদের সূর্যালোক দরকার হয় না। এদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। কোষপ্রাচীর কাইটিন নির্মিত। যেমন: পেনিসিলিয়াম।
 
.২. মসবর্গ (Bryophyta) উদ্ভিদ: এ য় উদ্ভিদের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। মূলের পরিবর্তে এককোষী রোম নির্মিত রাইজোম পাওয়া যায়। দেহে পরিবহনতন্ত্র নেই, জননাঙ্গ বহুকোষী, ভ্রূণ উৎপন্ন হয়। দেহ বন্ধ্যা কোষ দ্বারা আবৃত। এদের প্রজাতি সংখ্যা প্রায় ২৩০০০। যেমন: Riccia fluitans
.৩. ফার্ণবর্গ (Pteridophyta) উদ্ভিদ:   উদ্ভিদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। এরা বহুকোষী ভ্রূণ উৎপন্ন করে, জননাঙ্গ বন্ধ্যা কোষে আবৃত। জীবনচক্রে জনুক্রম দেখা যাব এবং পরিবহনতন্ত্র আছে। এদের প্রজাতি সংখ্যা প্রায় ১০,০০০। যেমন : Pteris vittata
 
Phanerogamia (সপুষ্পক) উদ্ভিদ :  সপুষ্পক উদ্ভিদে ফুল হয়। এরা বীজের মাধ্যমে বংশবিস্তার করে। এদের আবার দুই ভাগে ভিভক্ত করা হয়েছে। যথা: ১. নগ্নবীজী ও ২.আবৃতবীজী
 
২.১. নগ্নবীজী উদ্ভিদ: এদের আসলে ফুল হয় না, তবে বীজ উৎপন্ন করে। এদের ফল হয় না, কারণ, গর্ভাশয় নেই। বীজ নগ্ন থাকে। এরা আদিম উদ্ভিদ। এদের প্রজাতি সংখ্যা প্রায় ৭০০। যেমন: সাইকাস উদ্ভিদ।
২.২. আবৃতবীজী উদ্ভিদ: এদের ফুল, ফল ও বীজ হয়। বীজগুলো ফলের ভেতর থাকে। বীজপত্রের ভিত্তিতে এদের দুই শ্রেণীতে ভাগ করা যায়। যথা: একবীজপত্রী ও দ্বিবীজপত্রী
 
২.২.১. একবীজপত্রী উদ্ভিদ : একবীজপত্রী উদ্ভিদের ফলের বীজপত্র একটি থাকে। এদের মূল গুচ্ছমূল। পাতা সমান্তরাল শিরাবিন্যাস। ফুল ট্রাইমেরাস ও কাণ্ডের পরিবহনতন্ত্র ক্যাম্বিয়ামবিহীন। এদের প্রজাতি সংখ্যা ১৮,৫১৬। যেমন : ধান, গম, আঁখ, কলা, নারিকেল ইত্যাদি।২.২.২. দ্বিবীজপত্রী উদ্ভিদ:  য় উদ্ভিদের বীজপত্র দুটি থাকে। এদের প্রধান মূলতন্ত্র থাকে। পাতা জালিকাকার শিরাবিন্যাস, ফুল টেট্রা বা পেন্টামেরাস। কাণ্ডে পরিবহনতন্ত্র বৃত্তাকারে সাজানো ক্যাম্বিয়ামযুক্ত। এদের প্রজাতি সংখ্যা প্রায় ৭৮,২১৫। যেমন : আম, কাঁঠাল, লিচু।
ফুলের পাঁপড়ির ভিত্তিতে দ্বিবীজপত্রী উদ্ভিদ তিন প্রকার। যথা : পলিপেটাল, গ্যামোপেটালি, মনোক্লামাইডি
 

২.২.১. পলিপেটালি: এদের ফুলে পাঁপড়ি থাকে এবং এগুলো পরস্পর পৃথক থাকে। যেমন : কৃষ্ণচূড়া, রাই সরিষা।
২.২.২. গ্যামোপেটালি: এদের পুষ্পে পাঁপড়ি আছে এবং এরা যুক্ত। যেমন : ধুতুরা।
..৩. মনোক্লামাইডি: এদের পাঁপড়ি নেই। যেমন : কাঁঠাল, ঝাউ।
অপরদিকে আরেক ফরাসী বিজ্ঞানী অ্যান্টনি লরেন্ট ডি জুসিয়ে Genera Plantarum নামক বই প্রকাশ করেন ১৮৮৯ খ্রিষ্টাব্দে। তাঁর বইতে উদ্ভিদের পুংকেশর ও স্ত্রীকেশরের উপর ভিত্তি করে শ্রেণিবিন্যাস করা হয়। একই ধারায় বিজ্ঞানী রবার্ট  ব্রাউন তার Prodromus Florae Novac Hollanddiein বইতে পুষ্পের গঠন প্রকৃতির ভিত্তিতে শ্রেণিবিন্যাস দেখান। তিনিই প্রথম সপুষ্পক উদ্ভিদ থেকে নগ্নবীজী উদ্ভিদ আলাদা করে দেখান। 
জেনেভায় জন্মগ্রহনকারী বিজ্ঞানী অগাস্টিন পাইরেমাস ডি ক্যান্ডল (১৭৭৮-১৮৪১) উদ্ভিদবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। ১৮৩১ খ্রিষ্টাব্দে তিনি তার প্রথম পুস্তক Theorie elementaire la botanique প্রকাশ করেন।  তার আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল Prodomus Systematis Neturais RegniVegetabilis. এই পুস্তকটির প্রথম ৭টি খণ্ড তিনি নিজেই প্রকাশ করেন। এরপর তাঁর পুত্র এ্যালফোনসে ডি ক্যান্ডল এবং কয়েকজন বিশেষজ্ঞ দ্বারা পরবর্তী ১০টি খণ্ড প্রকাশিত ও সম্পাদিত হয়। এতে তিনি সে সমস্ত পরিচিত বীজের উৎপাদন সম্বন্ধে বর্ণনা দেন। একইভাবে বিজ্ঞানী জর্জ বেন্থাম ও জে. ডি. হুকার মোট তিনটি খণ্ডেGenera Plantarum নামক একটি বই প্রকাশ করেন।  ওই বইতে তাঁ ব্যাপক সাড়াজাগানো শ্রেণিবিন্যাস উপস্থাপন করেন। এটি ছিল সর্বশেষ প্রাচীন প্রাকৃতিক শ্রেণিবিন্যাস।
বিজ্ঞানী চার্লস ডারউইনের মতবাদ প্রকাশের পর শ্রেণিবিন্যাসে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। এই চিন্তাধারার প্রতিফলন ঘটিয়ে জাতিজনি শ্রেণিবিন্যাসের প্রবর্তন করেন জার্মান বিজ্ঞানী আউগুস্ট উলহেম আইখলার (১৮৩৯-১৮৮৭)। এরপর আধুনিক জাতিজনি শ্রেণিবিন্যাস সম্পর্কে জার্মান বিজ্ঞানী এডলফ এঙ্গলার ও কার্ল এ. ই. প্রান্টল তাঁদের গ্রন্থ মোট ২০টি খণ্ডে প্রকাশ করে ব্যাপক সাড়া জাগান। এতে ব্যাকটেরিয়া থেকে শুরু করে আবৃতবীজী উদ্ভিদ পর্যন্ত প্রায় সকল উদ্ভিদের শ্রেণিবিন্যাস দেখানো হয়েছে। একই ধারায় ১৯১৫ সালে প্রথম আমেরিকান বিজ্ঞানী সি. ই. বেসি যে শ্রেণিবিন্যাস প্রকাশ করেন যেটি The Phylogenetic Taxonomy of Flowering plants শিরোনামে প্রকাশ করা হয়। এতে তিনি বিভিন্ন ধরনের উদ্ভিদের গোষ্ঠীতে উৎপত্তি ও তাদের বৈচিত্রপূর্ণ বিবর্তন তুলে ধরা হয়। বিজ্ঞানী জন হাচিনসন, রাশিয়ান বিজ্ঞানী আরমেন তাখতাজান ও আমেরিকা বিজ্ঞানী আর্থার ক্রনকুইস্ট পরবর্তীতে গবেষণা করে আধুনিক রূপ দান করেন।
শ্রেণিবিন্যাসের প্রকারভেদ
কালক্রমে উদ্ভিদের শ্রেণিবিভাজনে নানাবিধ পরিবর্তন ঘটেছে। এই সব শ্রেণিবিভাজনকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এগুলো হলো


১. কৃত্রিম শ্রেণিবিন্যাস পদ্ধতি:
 একটি বা কয়েকটিমাত্র বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদের যে শ্রেণিবিন্যাস করা হয় তাকে কৃত্রিম শ্রেণিবিন্যাস বলা হয়। লিনিয়াস ও থিওফ্রাস্টাস কর্তৃক সৃষ্ট শ্রেণিবিন্যাস হল কৃত্রিম শ্রেণিবিন্যাস। এ ধরনের শ্রেণিবিন্যাসে অনেক কাছাকাছি বৈশিষ্ট্যের উদ্ভিদগুলো অন্য দিকে চলে যায়।

২. প্রাকৃতিক শ্রেণিবিন্যাস পদ্ধতি: উদ্ভিদের অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণিবিন্যাস করা হয় তাকে প্রাকৃতিক শ্রেণিবিন্যাস বলে। উদ্ভিদের পুষ্পচরিত্র, ভ্রূণের অন্তর্গঠন, ভ্রূণচরিত্র প্রভৃতির উপর ভিত্তি করে এ ধরনের শ্রেণিবিন্যাস করা হয়। এ ধরনের শ্রেণিবিন্যাসে উদ্ভিদগুলোর মধ্যে বিবর্তন বা উৎপত্তিগত সম্পর্ক না-ও থাকতে পারে। ল্যামার্ক, অ্যাডানসন, ডি.ক্যান্ডল, বেনথাম হুকার প্রভৃতি শ্রেণিবিন্যাস প্রাকৃতিক শ্রেণিবিন্যাসের অন্তর্ভুক্ত।

৩. জাতিজনি শ্রেণিবিন্যাস: এই শ্রেণিবিন্যাসে উদ্ভিদের উৎপত্তি ও বিবর্তন এর বিষয়কে বেশী গুরুত্ব দেয়া হয়। এই শ্রেণিবিন্যাস অধিকতর যৌক্তিক হলেও তা সর্বদা উপযোগী নয়। হাচিনসন, বেসি, তাখতাযান, ক্রনকুইস্ট প্রভৃতি জাতিজনি শ্রেণিবিন্যাস পদ্ধতি। প্রত্যেক জাতিজনি শ্রেণিবিন্যাস প্রাকৃতিক হলেও প্রত্যেক প্রাকৃতিক শ্রেণিবিন্যাসই জাতিজনি নয়।

DP
DP

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments: